You need to upgrade your Flash Player.
 
 
 Chamber:
 Burdwan...
"Mayer Ashirbad", Chotonilpur, 
Kuchulpukur Par
P.O.- Sripally, Burdwan-7131013
Mobile: 09434313121, 09614582409
 Boarding and Lodging...
Boarding and lodging facilities are available for patients.
Mobile: 09434313121

 

 
Dr. Babulal Dey along with Commandent C.P. Saxena 
কিছু রোগী পরিচিতিঃ-
আমার চিকিৎসার ব্যবস্থাপনার মাধ্যমে বহু জটিল ও কঠিন মৃত্যু পথযাত্রী রোগী সহ রোগীগণ কিভাবে সামান্য দিনে
সামান্য খরচায় সুস্থ সবল হয়েছেন তা পড়ে দেখুন ও জানুন একাধিক ঘটনার প্রতিলিপি দেওয়া হলঃ-
 
C.P. Saxena, Commandent, BSF
Land Reforms Officer, Govt. of West Bengal
ভূদেব ঘোষ, প্রিন্সিপ্যাল, বিবেকানন্দ কলেজ, বর্ধমান, ৭/১১/৯৬
ডাঃ বাবুলাল দে-র কাছে চুম্বক চিকিৎসায় আমার দীর্ঘদিনের Spondylitis এর ব্যথা অনেক ভাল আছে দুই মাস চিকিৎসার পর এখন acute ব্যথার প্রকোপ একবারেই নেই আমার বিশ্বাস যে কোন রকম chronic ব্যথার রোগীরা এই চিকিৎসায় বিশেষভাবে উপকৃত হবেন
সোনা দাস, হকার মার্কেট, স্টল নং ২০, বর্ধমান
আমার বাবার ৮০ বছর বয়সে স্ট্রোক হয়ে ডানদিকের অংশ প্যারালাইসিস গ্রস্থ হয়ে শয্যাশায়ী হন প্রথম অবস্থাতেই চুম্বক এবং হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা ডাঃ বাবুলাল দে মাত্র ৪০দিনের মধ্যেই তাঁকে সুস্থ করেন বর্তমানে তিনি ভালো আছেন 
দিপালী ভড়, রসিকপুর, হুগলী
দীর্ঘদিন কোমরে স্পন্ডেলাইটিস, হাঁটু-গোড়ালীর ব্যথা, প্রেসার, গ্যাস-অম্বলের কষ্ট, কোথাও ভালোর আশা ছিল না ডাক্তারবাবুর চুম্বক চিকিৎসায় সম্পূর্ণ রোগ মুক্ত হয়েছি
চিকিৎসাটিকে হেলা না করিয়া ব্যবহার করিতে চেষ্টা করুন বা মনে রাখুন
গায়ত্রী দে, রাধানগর, বর্ধমান
রিউমেটিক আর্থাইটিস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলাম খাইয়ে ও চুল আঁচড়ে দিতে হত যন্ত্রণায় কান্নাকাটি, বহু চিকিৎসায় বিফল চুম্বক চিকিৎসায় মাত্র দু-মাসেই ভাল হয়েছি
ডাঃ তপন গুচ্ছাই, মেচেদা
১৫বঃ কোমর ব্যথা সহ নানান কষ্ট ছিল, চুম্বক চিকিৎসায় মাত্র ৩দিনে ৮০ শতাংশ কমেছে চুম্বক জল খাচ্ছি ও চুম্বক বেল্ট বেঁধে ভাল আছি এবং এর ভরসাতেই বর্তমানে সুন্দরভাবে চলছে (২৫//০৭)
শিকদার মহাশয়ঃ হাওড়া স্টেশনের ১৪নং প্লাটফর্মের পার্সেল অফিসের বড়বাবু
শিকদার সাহেব কলিকাতার অম্বজা ফ্যাটে বাস করেন তিনি বিগত দু বছর যাবৎ শরীরের মাঝারী অংশ কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত (ডান অঙ্গের) ফ্যাংগাস, ইনফেকশন, অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না রেলের তাবড় তাবড় হাসপাতালে জবাব দিয়ে দিয়েছে প্রতিদিন শিকদার বাবুর ২০ থেকে ৩০ হাজার টাকা চিকিৎসায় ব্যয় হত তিনি সম্পূর্ণরূপে শয্যাশায়ী অফিস বন্ধ
তিনি ঈশ্বরের কৃপায় আমার সন্ধান পান
আমি ইলেকট্রোম্যাগনেট সহ যাবতীয় চুম্বক চিকিৎসার সামগ্রী তার উপর প্রয়োগ করি সেই সঙ্গে চলতে থাকে হোমিওপ্যাথি চিকিৎসা ও প্রতিদিন কুলুত্থ কলাই ভেজানো জল পান ঐসব ঔষধ ও চুম্বক চিকিৎসার ফলে তিনি ৭দিনের মধ্যে সুস্থ হয়ে যান এবং বর্তমানে তিনি সম্পূর্ণভাবে সুস্থ তিনি এখন বহাল তবিয়তে চাকরী করছেন চুম্বক চিকিৎসায় সঠিক প্রয়োগে দুরারোগ্য ব্যাধিও যে স্বল্প সময়ে ও ব্যয়ে রোগ নিবারণ হতে পারে হাওড়ার পার্সেল বাবু শিকদার মহাশয় তার প্রকৃষ্ট উদাহরণ
আশীষ ঘোষ, পাড়াপুকুর, বর্ধমান
স্ত্রী মাথা, হাঁটু, কোমরে ও গোড়ালীর যন্ত্রণায় ভীষণ কষ্টে ছিলেন ডাঃ বাবুলাল দে-র চুম্বক চিকিৎসায় অল্পদিনে আশ্চর্যভাবে ঔষধ সেবনে বিরতি ও যন্ত্রণা মুক্তি হয়ে সুস্থ ও ভালো আছেন (//০৩)
নন্দকিশোর গোস্বামী, শিলিগুড়ি, সেবক পুরোহিত
স্ত্রী দীর্ঘদিন কোমরযন্ত্রণাসহ অর্শ, হাইপ্রেসার, কোষ্ঠ কাঠিন্য, মাথার যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল কোমরে অপারেশন না করলে বিপদ মাতার কৃপায় চুম্বক চিকিৎসায় মাত্র ২ মাসে সুস্থ হয়েছে
তপন মজুমদার, নারী কলোনী, বর্ধমান
আমার মা (বয়স ৬০) দুবছর যাবৎ প্যারালাইসিসে সমস্ত ক্ষমতা হারিয়ে শয্যাশায়ী ছিলেন দীর্ঘদিন চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয় করেও দিন দিন অবনতির দিকেই এগোচ্ছিলেন শেষ পর্যন্ত চুম্বক চিকিৎসা করার পর, ১৫ দিনের মধ্যেই উন্নতি আরম্ভ হয় এবং ৩-৪ মাসের মধ্যে ৭০ শতাংশ সুস্থ হন অর্থাৎ নিজের খাওয়া-দাওয়া ও হাঁটা-চলার ক্ষমতা ফিরে পান
শুষমা রায়, টিকরহাট, পীরতলা, বর্ধমান
আমি শুষমা রায় স্বামী শ্রী বিমল কুমার রায় টিকরহাট, পীরতলা, বর্ধমান তিন বছর কঠিন বাতে শয্যাশায়ী ছিলাম নিজে চুল আঁচড়াতে, নিজের গায়ের কাপড় ঠিক করতে হাতের ক্ষমতা ছিল না যন্ত্রণার কথা বলাও বন্ধ, গিটে গিটে ফোলা, হাত পা বেকে যেত এমতাবস্থায় বর্ধমান নিবাসী গায়ত্রী দে-র মাধ্যমে শুনি তিনি চুম্বক চিকিৎসায় সুস্থ হয়েছেন আমারই মতন রোগী ছিলেন এই খবর পেয়ে আমি তিন মাস চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থতা লাভ করেছি
ভারতী রায়, তেজগঞ্জ, মোহনবাগ, পাঁচীরপুকুর
আমি দীর্ঘদিন বাতের ব্যথায় হাঁটু ও পায়ে কষ্ট পেয়েছি বহু ডাক্তারের চিকিৎসায় উপকৃত হয় নাই পরবর্তীকালে ডাঃ বাবুলাল দে-র নিকটে চুম্বক চিকিৎসা করিয়া মাত্র ২-৩ মাসের মধ্যে আমার বাতের কষ্ট হইতে সম্পূর্ণ যন্ত্রণা মুক্ত হই এবং ডাঃ বাবুলাল দে-র কৃপায় কেদার-বদ্রী ঘুরে এসে আমি ভাল আছি (১৬//০৩)
আল্পনা দত্ত, কৈয়র, বর্ধমান
আমি দীর্ঘ ৬ বৎসর যাবৎ মুখ ও দাঁতের এবং নার্ভের রোগে ভুগে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম দীর্ঘদিন বর্ধমানের নামী-দামী ডাক্তারের অধীনে চিকিৎসা করার পর হঠাৎ প্রস্রাব পরীক্ষা করে ধরা পড়ে যে কিডনীর গন্ডগোল হয়েছে এমতাবস্থতায় সকলে ভেলোর গিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন আমরা ভেলোর যাবার জন্য প্রস্তুত হই হঠাৎ আমার স্বামী শ্রী বিমল কান্তি দত্ত (সেল ট্যাক্সের বড়বাবু, বর্ধমান) বন্ধু অভয়ের কাছে ডাঃ বাবুলাল দে-র চুম্বক চিকিৎসার সন্ধান পান এবং আমাকে নিয়ে ডাঃ বাবুলাল দে-র কাছে নিয়ে যান এবং ২৪/১১/২০০০ সাল হইতে আমার চিকিৎসা শুরু হয় চিকিৎসা শুরু হবার ৬দিনের মধ্যেই আমার দাঁতের পাটি সহ মুখ বাঁকা, ফোলা ও ব্যথা সব কমে যায় সাথে প্রস্রাবের এই ইনফেকশন সহ দেহের সমস্ত ফোলা ভাব ও ব্যথা কমে যায় এই ৬দিনের চিকিৎসার মধ্যেই গায়ের ব্লাউজ ও হাতের আংটি ঢিলে হয়ে যায় ক্ষিদে ও ঘুম বিগত দিনগুলিতে একটুও হত না, সেটা এখন পুরোপুরি হচ্ছে আমি খুব ভাল আছি এই সুন্দর চিকিৎসায়
বুলা বিশ্বাস, বার্ণপুর (পুরাতন হাট) পন্ডিতজি ব্লক, বর্ধমান
আমার মেয়ের বয়স ১৪, উভয় হাঁটু দুর্বল, বুকে ও সমস্ত শরীরে ব্যথা বেদনা এবং সর্দি কাশি লেগেই থাকত খেলাধূলা বা হাঁটা চলার ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছিল এমতাবস্থায় দীর্ঘদিন চিকিৎসার পর ক্রমে অবনতির পথে, চিকিৎসকরা বাঙুর বা ভেলোর নিয়ে যাওয়ার পনামর্শ দেন বর্ধমানে ডাঃ বাবুলাল দে-র মাধ্যমে আমার মেয়ের চিকিৎসা আরম্ভ হয় ৭দিনেই মেয়ের সবলতা লক্ষ্য করা যায় মাত্র ৫মাস চিকিৎসা করার পর মেয়ে আজ সম্পূর্ণ ভাল 
নির্মল কুমার দাস (কলাসিম), আমবোলা, উঃ ২৪ পরগণা
আমি হাঁপানিতে এক বছর খুব কষ্ট পাচ্ছিলাম ডাক্তারবাবুর চুম্বক চিকিৎসালয়ে গিয়ে চুম্বকের জিনিস ও ডাক্তারবাবুর কিছু ঔষধ ব্যবহার করে মাত্র ১মাসেই আমি সুস্থ হই এবং খুব ভাল আছি  
Avijit Ghosh, Durgapur
Chandan Das, Hariballavpur, Midnapore(E)
Subhankar Dey Sarkar, Coochbihar
Sudip Pal, Dinhata
Tapati Ganguly, Salt Lake
Home | About Dr. Dey | Videos | Patients' Feedback | Contact Us