You need to upgrade your Flash Player.
 
 
 Chamber:
 Burdwan...
"Mayer Ashirbad", Chotonilpur, 
Kuchulpukur Par
P.O.- Sripally, Burdwan-7131013
Mobile: 09434313121, 09614582409
 Boarding and Lodging...
Boarding and lodging facilities are available for patients.
Mobile: 09434313121

 

 
চুম্বকীয় জল(Magnetised Water)

জলের বৈশিষ্ট্য (Characteristics of Water)
জল একটি স্বচ্ছ তরল পদার্থ
এর কোন রঙ, গন্ধ, স্বাদ ও আকার থাকে না জল পাত্রের আকার ধারণ করে জলের সঙ্গে মিশ্রিত পদার্থের উপর জলের রঙ ও গন্ধ নির্ভর করে সুতরাং জলের বৈশিষ্ট্য অন্য পদার্থের বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল জলের মধ্যে চুম্বক রাখলে জল চুম্বকত্ব প্রাপ্ত হয় এবং এরকম জলপান করলে শরীরের অনেক অসুবিধা দূর হয় তবে চুম্বকীয় জল বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে হবে তবে চুম্বকের ওপরে জলের বোতল বসিয়ে চুম্বক জল তৈরী করাই ভাল

জলের ধর্মের ওপর চুম্বকক্ষেত্রের প্রভাব (Influence of Magnetic Field on Properties of water)
বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে
, চুম্বক ক্ষেত্র জলের কেলাসীকরণ (Crystallisation) ত্বরান্বিত করে এবং কেলাসের কেন্দ্র বিন্দুর সংখ্যা বাড়ায় এটাও প্রমাণিত হয়েছে যে, চুম্বকের সংস্পর্শে জলের প্রাকৃতিক ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয় জলের স্ফুটনাঙ্ক তাপমাত্রা, ঘনত্ব, বৈদ্যুতিক পরিবাহিতা, আয়তনচাপ, সান্দ্রতা (Viscosity) প্রভৃতি চুম্বকের প্রভাবে পরিবর্তিত হয়, জলের এই পরিবর্তিত গুণ বেশ কিছুদিন স্থায়ী থাকে

চুম্বকীয় জল ব্যবহারের ফলাফল (Useful Result of Experiment with Magnetised Water)
রাশিয়ায় চুম্বকীয় জল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং অনেক লাভজনক ফল পাওয়া গেছে
নীচে কয়েকটি কারখানা যেখানে চুম্বক জলের উপকারিতা দেখা গেছে তার উল্লেখ করা হল যথাঃ 

. আমরা সকলেই জানি যে পাইপের ভিতর দিয়ে জল প্রবাহিত হলে জলের কিছু কঠিন পদার্থ পাইপের ভিতরের অংশে লেগে যায় এইভাবে পাইপর ভিতরে জমা কঠিন পদার্থ পাইপের ভিতরে জল প্রবাহের গতিকে বাধা দেয় ও পাইপের কার্যক্ষমতা কমে যায় এরকম আস্তরণ গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতাকে কমিয়ে দেয়.৫ সিসি আস্তরণ গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতাকে পাঁচ অশ্বশক্তি (Horse Power) পর্যন্ত কমিয়ে দেয় ফলে জ্বালানী ও পিছিলকারী তেলের খরচ বাড়িয়ে দেয় তাছাড়া ইঞ্জিনের বিভিন্ন অংশের যান্ত্রিক ক্ষমতা কমিয়ে দেয় জলের পাইপের মধ্যে চুম্বকীয় জল রেখে দিলে পাইপের ভিতরের কঠিন পদার্থের জায়গায় এক ধরনের ধূসর রঙের গুড়ো দেখতে পাওয়া যায় এটি পাইপ ও বয়লারের পাইপে কোন কিছু আটকে থাকতে দেয় না

. চুম্বকীয় জল গাড়ীর ইঞ্জিনিয়াররা ব্যবহার করে দেখেছেন গাড়ীর রেডিয়োটরে যদি চুম্বকীয় জল ভরে দেওয়া হয় তাহলে পাইপের ভিতরে কোন কিছু জমতে পারে না বরং আগের জমা লবণ জাতীয় পদার্থ নষ্ট হয়ে যায় এছাড়া চুম্বকীয় জল পাইপের ভিতরে জমা কঠিন পদার্থকে দূর করে দেয়
চুম্বকীয় তেল কারখানায়ও উপযোগী বলে প্রমাণিত হয়েছে
চুম্বক ব্যবহারে তেলেও সাশ্রয় হয় ও পাইপের ভিতর দিয়ে যেখান দিয়ে তেল বের হয় সেখানে লবণ জাতীয় পদার্থ জমতে পারে না ফলে পাইপের কার্যকারিতা অনেকদিন পর্যন্ত বহাল থাকে

. ঘর-বাড়ী তৈরীর ক্ষেত্রেও চুম্বকীয় জল ভাল কাজ দেয় কংক্রীট করতে সাধারণ জলের পরিবর্তে চুম্বকীয় জল ব্যবহার করলে কংক্রীটের শক্তি ২০-৩৫ শতাংশ বেড়ে যায় হালকা কংক্রীট প্রায় দ্বিগুণ শক্তিশালী এবং ভারী কংক্রীট সাধারণ কংক্রীটের থেকে পঞ্চাশ গুণ বেশী শক্তিশালী চুম্বকীয় জল ব্যবহারে কংক্রীটের খরচ কম হয়

. কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থায় চুম্বকীয় জল ব্যবহার গাছের বৃদ্ধির হার স্বাভাবিক থেকে ৩০-৪০ শতাংশ বেশী হয় চুম্বকীয় জল ব্যবহার করলে মজুর খরচ, সময় ও অর্থের সাশ্রয় হয় চুম্বক জল গাছে দেওয়ায় ফল তাড়াতাড়ি হয় ও বেশী হয়

মানুষের ক্ষেত্রে চুম্বকীয় জলের উপকারী প্রভাব (Beneficial Effects of Magnetised Water on Human beings)
বিজ্ঞানীরা চুম্বক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত করেছেন যে, চুম্বক জৈবিক ক্রিয়ার ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করে জলের উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক বেশ কিছুক্ষণ রেখে দিলে জল চুম্বকত্ব প্রাপ্ত হয় এবং চুম্বকত্ব ধর্ম লাভ করে চুম্বকীয় জল দীর্ঘদিন ধরে পান করলে অনেক রোগের উপশম হয়

চুম্বকীয় জল পানে রোগ নিরাময় (Magnetised Water Helps in All Diseases)

. চুম্বকীয় জল ব্যবহারে মানুষের শরীরের ব্যধি বিশেষ করে পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র ও মূত্রতন্ত্রের উপশম হয় চুম্বকীয় জল পানে হজম শক্তি ও ক্ষিদে বাড়ে এবং অম্ল ও পিত্ত হ্রাস পায়

. চুম্বকীয় জল মায়েদের মাসিক সংক্রান্ত অসুবিধাগুলো দূর করে এবং মাসিক নিয়মিত করায় প্রসূতিরা চুম্বক জল পান করলে সুস্থ থাকবেন এবং সুস্থ ও সবল শিশুর জন্ম দিতে পারবেন

. চুম্বক জল বৃক্কের অসুবিধা দূর করে এবং সরলভাবে প্রস্রাবের অসুবিধা দূর হয় প্রস্রাব বন্ধ হলে দশ মিনিট অন্তর অন্তর ৫-৬ বার চুম্বকীয় জল খাওয়ালে প্রস্রাব স্বাভাবিক হয়ে যায় বৃক্ক ও মুত্রাশয়ে পাথর জমে না

. চুম্বক জল ব্যবহারে সকল প্রকারের জ্বর, ব্যথা, হাঁপানি, সর্দি, কাশি প্রভৃতি রোগ সারে সর্বোপরি চুম্বক জল পান করলে শরীরের অসুবিধা দূর হয় ও সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় সুস্থ মানুষও চুম্বক জল পান করতে পারেন ও তা করলে হজম শক্তি বাড়ে ও দুর্বলতা দূর হয় হরমোন বৃদ্ধি ও শক্তিশালী হয়

. চুম্বক জল পান করলে দেহে শক্তি বাড়ে ও কোষে অক্সিজেন বাড়ে

. চুম্বক জল পান করলে কোলেস্টেরল ও সুগার কমে এবং শরীরে সুস্থতা ফিরে আসে হার্ট ভালো থাকে তাই বুকে ব্যথা হয় না

. সুস্থ মানুষ চুম্বক জল নিয়মিত পান করলে পেট ঠান্ডা থাকে এবং পেটে পাথর বা টিউমার হয় না

. উত্তর মেরু দিয়ে তৈরী চুম্বক জলে চোখ মুখ ধুলে মাথার যন্ত্রণা কমে এবং দৃষ্টি শক্তি ও ঘুম বাড়ে

. চুম্বক জল স্নায়ুতন্ত্রের বিকারে ভাল কাজ দেয় এবং রক্ত চাপ বিশেষ করে নিম্নরক্তচাপ ভাল করে

১০. চুম্বক জল পান করলে হাঁপানি, সর্দি-কাশি ও কয়েক প্রকারের জ্বর হতে দেয় না

চুম্বক জল তৈরী (Preparation of Magnetised Water)
চুম্বক জল তৈরী করার জন্য সাধারণত দুটি চুম্বক ব্যবহার করা হয় চুম্বক জল তিন প্রকারের হয় যথাঃ 

. উত্তর মেরু জলঃ  উত্তর মেরু চুম্বক জল চুম্বকের উত্তর মেরু ব্যবহার করে তৈরী করা হয় চুম্বক জল তৈরী করার জন্যে জলকে গরম ও পরে ঠান্ডা করে পাত্রে নিতে হবে পাত্রটিকে চুম্বকের উত্তর মেরুর ওপর বসিয়ে রাখতে হবে পরে এটি চুম্বকীয় উত্তর মেরু জল তৈরী হবে এটি একটি “growth inhibito” সেজন্যে এটি রোগের (যথাঃ টাইফয়েড, হাম, বসন্ত, ইনফুয়েঞ্জা, ডেঙ্গু জ্বর, প্রস্রাব দ্বারের সংক্রমণতার প্রভৃতি) চিকিৎসায় ব্যবহার করা হয়

. দক্ষিণ মেরু জলঃ  জল পাত্রে নিয়ে চুম্বকের দক্ষিণ মেরুর ওপর বসিয়ে রাখতে হবে পরে দক্ষিণ মেরু জল তৈরী হবে এ জল কয়েক প্রকার রোগ নিরাময়ে কাজ দেয় যথাঃ কোষ্ঠ বদ্ধতা, কম ও কষ্টকর প্রস্রাব, নাড়ির গতি ধীর, নিম্নরক্তচাপ, মানসিক অবসাদ

. মিশ্র জল (Mixed Water): দুটো চুম্বক ব্যবহার করে চুম্বকীয় মিশ্র জল তৈরী করা যায় এ জল পান করে বাত, সায়াটিক প্রভৃতি রোগ নিরাময় হয়

চুম্বক জল নিয়মিত পান করলে কতিপয় রোগের উপশম বা রোগ থেকে মুক্তি পাওয়া যায় চুম্বক জল পান করার গুণাবলী নিম্নে দেওয়া হলঃ-
) ব্রণ (Acne)
) গলরস গ্রন্থি ও নাকে ফোড়া
) রক্তাল্পতা (Anaemia)
) শিশুদের মুখে ঘা ও মুখে ক্ষত (Thrush, Ulcer in mouth)
) সন্ধিবাত (Arthritis)
) ক্ষুদামান্দ্য
) রক্তচাপ (Blood Pressure)
) শ্বাসনালীর প্রদাহ মূলক ব্যধি (Bronchitis)
) মাথা ব্যথা (Cold in Head)
১০
) মলাশয় প্রদাহ (Colitis)
১১
) কোষ্ঠবদ্ধতা (Anstipalion)
১২
) পায়ে কড়া (Corns in feet)
১৩
) বহুমূত্র রোগ (Diabetes)
১৪
) উদরাময় ও আমাশয় (Diarrhoea and dysentry)
১৫
) শোথ রোগ (Dropsy)
১৬
) অজীর্ণ রোগ (Dyspepsia)
১৭
) মুখের পক্ষাঘাত (Facial Paralysis)
১৮
) জ্বর (Fever)
১৯
) ভগন্দর রোগ (Fistula)
২০
) চিন্তাশক্তিহীণতা (Giddiness)
২১
) গলগন্ড (Goiter)
২২
) গেঁটে বাত (Gout)
২৩
) পাথুরি রোগ (Gravel:deposit in urine/red or white)
২৪
) মাথাধরা (Headache)
২৫
) যকৃৎ প্রদাহ (Hepatitis)
২৬
) অন্ত্রবৃদ্ধি মূলক রোগ (Hernia)
২৭
) হিক্কা (Hiccough)
২৮
) গলা ভাঙা জ্বা বা কর্কশ জ্বর (Hoarscnese)
২৯
) অধিক অম্ল রোগ (Hyperacidity)
৩০
) স্নায়বিক রোগ (Hypochondria)
৩১
) মৃগী রোগ বা খিঁচুনী (Epilepsy, fit)
৩২
) ইনফুয়েঞ্জা জ্বর (Influenza)
৩৩
) আঘাত (Injuries)
৩৪
) বৃক্কের যন্ত্রণা (Kidney Pain Renal Colic)
৩৫
) যকৃৎ বৃদ্ধি (Liver Enlargement)
৩৬
) লসিকাবহ নালীর স্ফীতি (Lymptiatic gland: Swelling)
৩৭
) হাম (Measles)
৩৮
) বৃক্ক প্রদাহ (Nephritis)
৩৯
) বাতশূল বা স্নায়ুশূল (Neuralgia, Neuritis)
৪০
) মেদ বহুল (Obesity)
৪১
) পক্ষাঘাত (Paralysis)
৪২
) অর্শ (Piles)
৪৩
) ফুসফুস প্রদাহ (Pneumonia)
৪৪
) বসন্ত (Pox)
৪৫
) প্রস্টেট বৃদ্ধি (Prostate enlargement)
৪৬
) বাত (Rheumatism)
৪৭
) প্লীহা বৃদ্ধি (Spleen Enlargement)
৪৮
) পাকস্থলীর গোলযোগ (Stomach troubles)
৪৯
) মূত্রস্থলীতে পাথর (Stones in urinary bladder)
৫০
) যক্ষ্মা (Tuberculosis)
৫১
) টাইফয়েড (Typhoid)
৫২
) উপদংশ রোগ ও প্রদাহ (Syphilis and gonorrhea)
৫৩
) পেটে ঘা (Ulcer in abdomen, Peptic, Gastric, or duodenal)
৫৪
) মূত্রনালী প্রদাহ (Urethritis)
৫৫
) মূত্র সংক্রান্ত পীড়া (Urinary trouble)
৫৬
) বমি (Vomiting)
৫৭
) কৃমি (worms)
৫৮
) স্ত্রীরোগ (Diseases of women)
৫৯
) ঋতুবন্ধ রোগ (Amenorrhoea, late/scantly mens)
৬০
) কষ্টকর মাসিক (Dysmenorrhoea : Painful menses)
৬১
) ডিম্বাশয় প্রদাহ (Inflamation of worm or ovaries)
৬২
) প্রসব বেদনা (Labour Pain)
৬৩
) সাদা স্রাব (Leucorrhoea)
৬৪
) রজঃরোধজনিত অসুবিধা (Trouble of menopause)

শিশুদের রোগ (Diseases of Children)
) পুষ্টিহীণতা (Atophy)
) বিছানা ভেজানো / বিছানায় প্রস্রাব (Bed wetting)
) কলেরা বা উদরাময় (Cholera and diarrhoea)
) মলে ছানা / বমন (Milk curd in stools/vomiting)
) রাতে আতঙ্ক (Night temor)
) পক্ষাঘাত (Paralysis)
) বমন (Vomiting)
বিঃ দ্রঃ - কিছুদিন ধরে শিশুদের চুম্বকের উভয় মেরুর জল পান করালে উক্ত রোগ থেকে পুরোপুরি ভাবে মুক্তি পাওয়া যায়

কিছু ঊল্লেখযোগ্য বিষয়ঃ
দীর্ঘদিন সুস্থ থাকতে আকুপ্রেসার
, চুম্বক চিকিৎসা একটি উত্তম চিকিৎসা
চুম্বক চিকিৎসার কর্মক্ষমতা
, স্মৃতিশক্তি ও মনোবলবৃদ্ধি সহ পার্শ্বপ্রতিক্রিয়াহীন আমেরিকা, চীন ও জাপানের চিকিৎসা

চুম্বক চিকিৎসায় বাত, ঘাড়, হাঁটু, কোমর ও গোড়ালী ব্যথা, মাথার যন্ত্রণা, গ্যাস-অম্বল, সাইনাস, সুগার, প্রস্রাব দোষ, নার্ভ দুর্বল, প্যারালাইসিস এবং মেদ কমিয়ে, হাঁপানি সহ অনেক রোগ ভাল হয়

বাতে শয্যাশায়ী ? ঘাড়, কোমর, হাঁটুতে ব্যথা ? ক্ষিধে নেই, ঘুম নাই, পা ফোলা, অধিক প্রস্রাব -- অবশ্যই ভাল হতে পারবেন চুম্বক চিকিৎসার মাধ্যমে

মাথার যন্ত্রণা, চোখের রোগ, গ্যাস-অম্বল, ধাতু দুর্বলতা, সর্দি-কাশি, সাদাস্রাব ভাল হয় পারকিনশন, অর্শ, রক্তাল্পতা, সুগার ও শক্তি হারানো রোগীগণও ভাল থাকবেন

প্রয়োজনে যোগাযোগ করুনঃ 
ছোটনীলপুর
, মায়ের আশীর্বাদ বর্ধমান,
ফোনঃ ৯৪৩৪৩১৩১২১
(বি.এল.দে), ৯৪৭৫৭৩৭৬৬৯ (বাড়ী)

 
Home | About Dr. Dey | Videos | Patients' Feedback | Contact Us