You need to upgrade your Flash Player.
 
 
 Chamber:
 Burdwan...
"Mayer Ashirbad", Chotonilpur, 
Kuchulpukur Par
P.O.- Sripally, Burdwan-7131013
Mobile: 09434313121, 09614582409
 Boarding and Lodging...
Boarding and lodging facilities are available for patients.
Mobile: 09434313121

 

 
চুম্বক চিকিৎসার সুবিধা ও অসুবিধা 

ইহা সর্বজন স্বীকৃত যে, বর্তমানের উগ্র ঔষধ সকল বা অ্যান্টিবায়োটিক যা রোগ আরোগ্যের পরিবর্তে বরং বিপরীত উৎপাতের সৃষ্টি করে রোগীর জীবনান্ত ঘটায় কিন্তু চুম্বক দ্বারা চিকিৎসায় কোন অশুভ ফল নাই বহু চিকিৎসার সাথে অন্য ঔষধের প্রয়োগ নিষিদ্ধ কিন্তু চুম্বক চিকিৎসার প্রয়োগে অন্যান্য ঔষধে কার্যক্ষমতাকে বাড়িয়ে দীর্ঘস্থায়ী করে চুম্বক চিকিৎসায় চুম্বক দ্বারা প্রাকৃতিক নিয়মে চিকিৎসা করা হয় এবং প্রকৃতির সাথে এই চিকিৎসা ওতপ্রোতভাবে জড়িত কঠিন ব্যধি তাই বিনা কষ্টে তাড়াতাড়ি স্থায়ীভাবে বিনা ঔষধে আরোগ্য লাভ করে চুম্বক চিকিৎসা এতই সুবিধা জনক যে কোনও অবস্থায় স্ত্রী, পুরুষ, শিশু নির্বিশেষে (প্রেসমেকার ও অন্তস্বত্তা রোগীগণ বাদে) প্রয়োগ করা যায় এই চিকিৎসার জন্য অন্য কোন প্রস্তুতির প্রয়োজন হয় না বর্ত্তমানে বৈদ্যুতিক চুম্বক ব্যবহারের মাধ্যমে চিকিৎসার আধুনিকীকরণ করে তাড়াতাড়ি করে রোগ সারানো হয় দিনে একবার ২০ মিনিটের জন্য শরীরে ইলেকট্রো ম্যাগনেটিক ম্যাসাজ করলেই যথেষ্ট উপকার পাওয়া যায় চুম্বক চিকিৎসা ব্যায়সাধ্য বা পৌনপোনিক খরচার হাত থেকে বাঁচায় এবং অতি কম সময়ের চিকিৎসা প্রণালী কোন কোন ক্ষেত্রে দুর্বল দেহে উচ্চ শক্তির চুম্বক সময়ের অতিরিক্ত ক্ষেত্রে প্রয়োগ করলে রোগীর মাথা ঝিমঝিম করতে পারে বা বমি ভাব হয় সাধারণতঃ বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর শরীরে হিমশীতল বাতাস বইছে বা গরম জলের স্রোত বয়ে চলেছে মনে হয় এমতাবস্থায় অনেক জনে নিশ্চিত আরাম ও তন্দ্রাভিভূত হয় বা ঘুমাইয়া পড়ে, কোন সময় যদি পূর্ব্ব উক্ত অসুবিধা হয় তখন হোমিওপ্যাথি ঔষধ নিম্ন শক্তির জিঙ্কাম মেটালিকাম কয়েকবার সেবন করিলেই সাথে সাথে অসুবিধা দূর হয়

একশত বৎসর পূর্বে স্বামী বিবেকানন্দ চুম্বক চিকিৎসার দ্বারা স্নায়বিক দুর্বলতার হাত থেকে মুক্তি পেয়েছিলেন
একথা স্বামীজী নিজে সিস্টার নিবেদিতাকে জানিয়েছিলেন চিঠির মাধ্যমে তারিখ ২৩.১২.১৮৯৯

 
Home | About Dr. Dey | Videos | Patients' Feedback | Contact Us