You need to upgrade your Flash Player.
 
 
 Chamber:
 Burdwan...
"Mayer Ashirbad", Chotonilpur, 
Kuchulpukur Par
P.O.- Sripally, Burdwan-7131013
Mobile: 09434313121, 09614582409
 Boarding and Lodging...
Boarding and lodging facilities are available for patients.
Mobile: 09434313121

 

 
চুম্বক চিকিৎসা ও তৎসম্বন্ধীয় ব্যবহৃত জিনিষ (Magneto therapy and its related materials)

চুম্বক শক্তি মানবদেহে প্রয়োগ করলে তাপ সৃষ্টি হয় এবং রক্ত প্রবাহ বৃদ্ধি পায় রক্ত প্রবাহ বিকল বা নিষ্ক্রিয় যন্ত্রের ক্ষমতা বাড়িয়ে তোলায় রোগ দ্রুত আরোগ্য হয় মানবদেহে জীবাণু কোষ প্রতিমূহুর্তে ক্ষয় পাচ্ছে ফলে জীবনরক্ষাকারী রক্ত প্রবাহ তার প্রাণদায়ী শক্তি দেহের ভিতরের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে প্রয়োজন মত যোগান দিতে পারে না এ কারণে মানবদেহের নানাপ্রকার রোগের সৃষ্টি হয় এবং মেধা ও স্মৃতি শক্তির ক্ষতি হয় এই সময়ে চিকিৎসা করালে চুম্বক তরঙ্গ সূক্ষ্ম পেশীর মধ্যে প্রবাহিত হয় এবং তা শরীরে সুপ্তপ্রায় কোষগুলোর অন্তর্নিহিত বৈদ্যুতিক শক্তি কলাগুলোতে তাপ উৎপন্ন করে পেশীগুলোকে সতেজ করে এবং রোগ সৃষ্টিতে বাধাদান করে ও দেহের রোগ নিরাময় করে

 
চুম্বকীয় ব্যবহৃত জিনিষ  উপকারিতা
মাথার বেল্ট ম্মৃতিশক্তি বাড়ে, মাথার যন্ত্রণা, মাইগ্রেন ও সাইনাস ভাল হয়, অনিদ্রা দূর হয় এবং ধৈর্য্য ও বুদ্ধি বাড়ে
চুম্বক চশমা মাথার যন্ত্রণাও সারে মাত্র কুড়ি মিনিট করে চোখে পরলে চোখের দৃষ্টি বাড়ে, মাথা ছাড়ে
স্পন্ডেলাইটিস বেল্ট স্পন্ডেলাইটিস উপশম হয়; ঘাড়ে ব্যথা, শক্ত ঘাড় ও হাতে যন্ত্রণা ভাল হবেই
থাইরয়েড বেল্ট থাইরয়েড, টনসিল ও সর্দিকাশি ও গলাব্যথা সারে
প্রেসার বেল্ট উক্ত রক্তচাপে নীল রঙ প্রান্ত ডান কব্জির বিপরীত দিকে স্পর্শ করে ৩০ মিনিট করে দুবার বাঁধতে হবে নিম্ন রক্তচাপে বিপরীতভাবে প্রেসার বেল্ট ব্যবহার রক্তচাপ নিয়ন্ত্রিত হয়
মেদ কমানো বেল্ট মেদ কমায়, কোমরের ব্যথা দূর করে ও পেটের রোগ সারে ফলে ডাক্তারী চিকিৎসার খরচ কমে
ওবিসিটি বেল্ট কোমরের ব্যথা, মেদ, বাত, স্পন্ডেলাইটিস, মচকানি, প্রস্রাবের রোগ, শুক্রতারল্য ও গ্যাস-অম্বল সারে, এটি ব্যবহারে দীর্ঘদিন ভাল থাকা যায় ও পেটে কোন অসুখ হয় না
বেলি বেল্ট কোমরের ব্যথা, হার্নিয়া, প্রস্টেট বৃদ্ধি, গ্যাস ও অম্বল ভাল হয় ফলে অনেক রোগ সারায়, সুস্থ ও সবল ভাবে বেঁচে থাকা সম্ভব মেরু দন্ড সোজা থাকে
সুগার বেল্ট সুগার ও বহুমূত্র রোগ সারে দিনে দুবার দুঘন্টা করে বেল্ট বাঁধতে হবে এতে সুগার ও কোমর ব্যথা ভাল হবেই
হ্টুঁর বেল্ট হাঁটুর ব্যথা ও ফোলা ভাল হয় এর জন্যে দিনে দুঘন্টা করে দু-তিনবার বেল্ট হাঁটুতে বাঁধতে হবে দুই হাঁটুতে দুটি বেল্ট হলে ভাল হয়
হাঁপানি বেল্ট হাঁপানি, কফ ও সর্দি সারে এর জন্যে দিনে দু ঘন্টা করে দুবার বুকে ও পিঠে বেল্ট বাঁধতে হবে
চুম্বক ব্রা বুকের গঠন বিকৃতি, শক্ত ও ব্রেস্ট টিউমার সারে রিকেট চেহারার পরিবর্তন ঘটে
চুম্বক মালা ঘাড়ের ব্যথা, সর্দিকাশি, ঠান্ডা লাগা, হাঁপানী ভাল হয় এর জন্যে সব সময় চুম্বক মালা গলায় পড়ে থাকতে হয়
গোড়ালী বেল্ট গোড়ালীর ব্যথা ও হাড় বেড়ে গেলে এতে বেল্টটি বেঁধে রাখতে হবে
চুম্বকীয় টুপি মাথার ব্যথা, মানসিক অস্থিরতা, মস্তিষ্ক কমজোর, ব্রেন টিউমার, আঘাত জনিত মাথার ব্যথা, নিউরো সহ মাথার কাঁপুনিতে আধ ঘন্টা করে দুবার পরা
চুম্বকীয় শুকতলা পায়ে ব্যথা সারে, কিডনি খারাপ হতে দেয় না এছাড়া শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে ও লম্বা হতে সাহায্য করে
চুম্বকীয় আসন চুম্বকীয় আসনে বসে অর্শ, ভগন্দর, প্রদর ও জরায়ুর দুর্বলতা সারে চুম্বকীয় আসনে বসনে রোগগুলি অবশ্যই ভাল হবে 
চুম্বকের বিছানা চুম্বকের বিছানায় শয়ন করলে অধিক মেদ, ফুলে যাওয়া, প্যারালাইসিস সহ ব্যথা - বেদনা, স্পন্ডেলাইটিস ও ডায়াবেটিস সারে চুম্বকের বিছানায় শয়ন করলে শরীরকে সুস্থ রাখা সম্ভব
এঙ্কেলাইটিস বেল্ট ঘাড়, মেরুদন্ড বাঁকা ও যন্ত্রণা সারে
চুম্বক পাদানি সুগার, ইউরিক অ্যাসিড ও প্রস্রাব দোষ ভাল হয় এই প্রস্রাব দোষ হইতে যে পা ফোলা, রক্ত জমা ও গোড়ালীর ব্যথাও ভাল হয়
টিউমার বেল্ট ব্রেণ টিউমার ও যে কোন জায়গায় টিউমার হলে এই বেল্ট ব্যবহার করলে ভাল হয়ে যায়
হাই পাওয়ার চুম্বক কাঁপুনি, অর্শ, জরায়ু চ্যুতি, গ্যাঁটের যন্ত্রণা, সুগার, কোলেস্টেরল ইত্যাদি শরীরে যাবতীয় রোগ তড়াতাড়ি ভাল হয় বিশেষ করে চুম্বক জল ও তেল তৈরী করে ব্যবহার লাভদায়ক
মিডিয়াম পাওয়ার চুম্বক স্পন্ডেলাইটিস, হার্নিয়া, পারকিনসান, গোড়ালী ব্যথা, শরীরে ব্যথা, কোমর, হাঁটু সহ বিভিন্ন রকম বাত সারাতে চুম্বক জল ও তেল তৈরী করে ব্যবহার করতে হবে
ENT চুম্বক(নাক, কান, গলা) দাঁতের ব্যথা, নাক-কান ও গলা ব্যথা, থাইরয়েড ও টনসিল ভাল হয়
 
Home | About Dr. Dey | Videos | Patients' Feedback | Contact Us